• September 11, 2024

খাগড়াছড়ি ওয়াল্টন প্লাজার পক্ষ থেকে ননস্টপ মিলিনিয়ার প্রচারণা র‌্যালি

 খাগড়াছড়ি ওয়াল্টন প্লাজার পক্ষ থেকে ননস্টপ মিলিনিয়ার প্রচারণা র‌্যালি

খাগড়াছড়ি প্রতিনিধি: সেরা পণ্যের সেরা অফার ননস্টপ মিলিনিয়ার এর প্রচারণা উপলক্ষে ওয়াল্টন প্লাজা খাগড়াছড়ি কোম্পানির নিজস্ব শোরুমের আয়োজননে এক র‌্যালি করা হয়।

১৬ মে বৃহস্পতিবার সকালে জেলা শহরের ওয়াল্টন প্লাজার সামনে থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্লাজার সামনে এসে শেষ হয়।

আয়োজিত র‌্যালি শেষে খাগড়াছড়ি ওয়াল্টন প্লাজার ম্যানেজার সালাউদ্দিন খন্দকার জানান, ওয়াল্টনের পক্ষ থেকে ননস্টপ যে মিলিনিয়ার বিজয়ী করা হবে এই বার্তা সাধারণ গ্রাহকদের মাঝে পৌঁছে দিতে আমাদের এই আয়োজন।

তিনি আরও বলেন, বাংলাদেশ ওয়াল্টনের পক্ষ থেকে সারাদেশে মাসব্যাপী বিশ্ব ক্যাম্পিং ননস্টপ মিলিনিয়ার অফার চলছে। তারই ধারাবাহিকতায় ওয়াল্টন প্লাজা খাগড়াছড়ি শাখা থেকে যদি কোনো গ্রাহক এসি,ফ্রিজ,ওয়াশিং মেশিন,সিলিং ফ্যান ক্রয় করে পেতে পারেন ১০ লক্ষ টাকার পুরষ্কার।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post