খাগড়াছড়ি জেলা জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন কেন্দ্রীয় জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মো: জহির দীপ্তি।
২৫ আগস্ট শুক্রবার সকালে কেন্দ্রীয় এই নেতা জেলা জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংক্ষিপ্ত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির কর্ম সংস্থান বিষয়ক সহ সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া ।
সভাপতির বক্তব্য রাখেন জেলা জিয়া স্মৃতি পাঠাগার এর সভাপতি এ্যাড. মঞ্জুর মোরশেদ ভূইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জিয়া স্মৃতি পাঠাগার সাধারণ সম্পাদক মো: জহির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসারসহ সিনিয়র নেতৃবৃন্দ ও জিয়া স্মৃতি পাঠাগার এর নেতৃবৃন্দ।