• November 11, 2024

খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন

 খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন

                                      সভাপতি জসিম উদ্দিন মজুমদার, সম্পাদক সুইচিংথুই মারমা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৩ সদস্য বিশিষ্ট অনুমোদিত কমিটি ইতিমধ্যে বিভিন্ন সরকারি দপ্তরে পৌছেছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিরোধ ও গণসচেতনতা-১ এর পরিচালক মো: মিজানুর রহমান স্বাক্ষরিত দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ১৭ (ছ) ধারা মতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটির কার্যকাল হবে ৩ বছরের জন্য।

বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদারকে সভাপতি করে ১৩ সদস্যের গঠিত কমিটির সহ-সভাপতি হলেন খাগড়াছড়ি সুশীল সমাজের প্রতিনিধি ও জাবারাং কল্যান সমিতির সভাপতি এস অনন্ত বিকাশ ত্রিপুরা ও খাগড়াছড়ি হতে প্রকাশিত দৈনিক অরন্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান। সাধারণ সম্পাদক সমাজকর্মী ও নারী উদ্যেক্তা সুইচিংথুই মারমা। অপর সদস্যরা হলেন- শিক্ষক রফিকুল ইসলাম, এ্যাড. রবিউল ইসলাম, সমাজকর্মী ও শিক্ষক শামিমা নাসরিন, এনজিও কর্মী জয় প্রকাশ ত্রিপুরা, এ্যাড. সৌরভ দত্ত, সমাজকর্মী হাসানুল করিম ও বিশিষ্ট ব্যবসায়ী লিটন চৌধুরী।
দুর্নীতি প্রতিরোধের সততা ও নিষ্ঠাবোধ এবং গণসচেতনা সৃষ্ঠির উদ্দেশ্যে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কাজ করে থাকে।

সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন দেয়ায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি এর উপ-পরিচালক মো. জাহিদ কালামসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি তাদের উপর অর্পিত দায়িত্ব শতভাগ পালনের চেষ্ঠা করবেন মর্মেও জানান।

 

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post