• December 11, 2024

খাগড়াছড়ি জেলা পরিষদে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

 খাগড়াছড়ি জেলা পরিষদে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি: সদ্য পুনর্গঠিত খাগড়াছড়ি জেলা পরিষদে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় প্রতিবাদ এবং উক্ত পরিষদ বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে পার্বত্য খাগড়াছড়ির সর্বস্তরের ছাত্রজনতা আয়োজনে ব্যানারে সাংবাদিক সম্মেলন করা হয়।

এসময় পার্বত্য খাগড়াছড়ির সর্বস্তরের ছাত্রজনতা পক্ষে বক্তব্য রাখেন গুইমারা উপজেলার সাবেক চেয়ারম্যান উশেপ্রু মারমা, ইব্রাহিম খলিল, সুর্য কারন ত্রিপুরা, বিদর্শী চাকমা।

এসময় বক্তারা দাবি জানান, সদ্য পুনর্গঠিত নিয়োগ প্রাপ্ত খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা কথিত আওয়ামী লীগের দোসর। বিগত সরকার আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ডে লিপ্ত ছিলেন তিনি।

বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার গত ৫ আগস্টে একটি গনঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার রক্তের বিনিময়ে গঠিত হয়েছে। এই অভুতপূর্ব অভ্যুত্থান বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদকে উৎখাত করে জনগনের সরকার গঠন করে সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। কিন্তু এইরকম সফল অভ্যুত্থানের পরও আওয়ামী দোসররা বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পেয়ে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।

এতে পার্বত্য চট্টগ্রামের জনগনও আতঙ্কিত। তাদের নানা চক্রান্তের বিরুদ্ধে ছাত্রজনতা প্রতিরোধ করছে, তেমনি আমরাও এখানে প্রতিবাদ করছি। আমরা সদ্য গঠিত এই খাগড়াছড়ি জেলা পরিষদ একটি অবৈধ বলে মনে করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আগামী ২৪ঘন্টার মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান’কে অপসারণ করে পুন গঠনের দাবি জানাচ্ছি। না হলে ছাত্র জনতাসহ সর্বস্থরের জনগণ একত্রিত হয়ে খাগড়াছড়ি জেলা পরিষদ ঘেরাও করতে বাদ্য হব।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post