খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আশ্রয়ন প্রকল্পের দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জেলা পুলিশ। ৯জুন রবিবার বিকালে বঙ্গমাতা আবাসন প্রকল্পের একটি কক্ষে এ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অসহায় গরিবদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দিন, সদর থানার ওসি মোঃ তানভীর হাসান প্রমুখ। অনুষ্ঠানে প্রায় শতাধিক দুস্থ পরিবারের মাঝে উপহার বিতরণ করা হয়।