• December 2, 2024

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ’র দায়িত্ব গ্রহণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১০ম অন্তর্বর্তীকালীন পরিষদ এর দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে।

১০নভেম্বর রবিবার সকালে খাগড়াছড়ি জেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নব নিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, নির্বাহী কর্মকর্তা টিটন খীসাসহ নবগঠিত পরিষদের সদস্য বৃন্দ এ সময় উপস্থিত হয়ে পরিচয় পর্বে অংশগ্রহণ করেন।অন্তবর্তীকালীন পরিষদে ১৪জন সদস্য হলেন শেফালিকা ত্রিপুরা,প্রফেসর আবদুল লতিফ, প্রশান্ত কুমার ত্রিপুরা, বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, নিটোল মনি চাকমা, কংজপ্রু মারমা, কুমার সুইচিংপ্রু সাইন, সাথোয়াই প্রু চৌধুরী, ধনেশ্বর ত্রিপুরা, মো: শহিদুল ইসলাম, জয়া ত্রিপুরা, মো: মাহবুবুল আলম ও এ্যাডভোকেট মনজিলা সুলতানা।

নব-নিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১০ম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান। পার্বত্য জেলা পরিষদ গঠনের পর থেকে নিয়োগ প্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে তিনিই প্রথমবারের মতো নারী চেয়ারম্যান ১৯৮৯ সালে বর্তমান পার্বত্য জেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পরিষদের ইতিহাসে এটিই ছিল শেষ নির্বাচন। আর এই দীর্ঘ বছর ধরে অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সামগ্রিক উন্নয়ন তথা সরকারি ৩৩টি বিভাগ বা সব বিভাগ জেলা পরিষদের হাতে ন্যাস্ত।

দায়িত্ব গ্রহণকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১০ম অন্তর্বর্তীকালীন পরিষদের নব-নিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন,সম্প্রীতির কোন বিকল্প নাই। সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির জেলা হোক এ খাগড়াছড়ি পার্বত্য জেলা। জাতি-ধর্ম- বর্ণ নির্বিশেষে সকলে মিলে আমরা বৈষম্যহীন সম্প্রীতির খাগড়াছড়ি বিনির্মাণে কাজ করব। জেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এ পার্বত্য জেলা পরিষদ।

এ প্রতিষ্ঠানের প্রতি সকলের আস্থার পরিবেশ সৃষ্টিতে কাজ করবে আমার এই ১০তম অন্তর্বর্তীকালীন পরিষদ। আমাদের এ কাঙ্খিত লক্ষ্য অর্জনে আমি সকলের সহযোগিতা কামনা করছি। খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক উন্নয়নে আপনাদের সুপরামর্শ প্রদানের দরজা আমি সবসময় খোলা রাখলাম। এ পরিষদে চেয়ারম্যান হিসেবে প্রথম দিন আজ আর বেশি কথা নয়, আপনাদের সাথে সামনে আরো কথা হবে নানান কাজে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post