খাগড়াছড়ি পুলিশ সুপার’র মানবিক সহায়তা, বৃদ্ধা পেলো বিনা মূল্যে শ্রবণ সহায়ক যন্ত্র
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর মানবিক সেবার অংশ হিসেবে এক বৃদ্ধা’কে বিনা মূল্যে শ্রবণ সহায়ক যন্ত্র প্রদান করেন। ২৯ জানুয়ারি সোমবার শহরের শাপলা চত্বরস্থ মুক্তমঞ্চে ৬০ উর্ধ্ব এক অসহায় বৃদ্ধ মহিলা’কে এ সহায়তা প্রদান করেন। এই বৃদ্ধা বিশেষ শ্রবণযন্ত্র (হিয়ারিং এইড) পেয়ে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন এবং দোয়া প্রার্থনা করেন।
এসময় পুলিশ সুপার মুক্তা ধর জানান, গত বছরের ১৭ ডিসেম্বর খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছিলো। ঐ সময় বৃদ্ধা আমাকে এসে বলেন, তিনি কানে শুনতে পান না। তারই অংশ হিসেবে আজকে ‘পুনাক’ এর পক্ষ থেকে বিশেষ শ্রবণযন্ত্র (হিয়ারিং এইড) প্রদান করা হয়েছে।
খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর এ ধরনের উদ্যোগ সর্বদা মানবিক সেবায় পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, সদর থানার অফিসার্স ইনচার্জ মো. তানভীর হাসান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।