খাগড়াছড়ি পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষনা

 খাগড়াছড়ি পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষনা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে আজ খাগড়াছড়ি হল রুমে এ বাজেট ঘোষনা করে খাগড়াছড়ি পৌরসভার  মেয়র নির্মলেন্দু চৌধুরী।

২০২১-২০২২ অর্থ বছরের জন্য বাজেটে  রাজস্ব, উন্নয়ন ও মূলধন খাতে মোট আয় ধরা হয়েছে ৬৬ কোটি ৯ লক্ষ ৭৮ হাজার ৯ শ ৮৮ টাকা আর রাজস্ব, উন্নয়ন ও
মূলধন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি ৮০ লক্ষ ৩৩ হাজার ৬শত  ৯৯ টাকা। স্থিতি ধরা হয়েছে ১৩ কোটি ২৯ লক্ষ ৪৫ হাজার ২শত  ৮৯ টাকা।

এ সময় পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন করোনার কারনে  এ বাজেট এতদিন ঘোষনা করা হয়নি। তবে এ বাজেট খাগড়াছড়ি পৌরসভাকে একটি আধুনিক  পৌরসভা গঠন ও পৌরবাসীদের কল্যানের জন্য বলে উল্লেখ করেন। এ সময় তিনি আরো বলেন এ পরিষদ জনগণের সেবক হয়ে কাজ করবে।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে পৌরসভার সচিব পারভীন আক্তার খোন্দকার, কাউন্সিলরবৃন্দসহ নগর পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post