• December 9, 2024

খাগড়াছড়ি প্রেসক্লাব’র সম্মেলন, সভাপতি তরুন ভট্টাচার্য, সম্পাদক এইচ এম প্রফুল্ল

 খাগড়াছড়ি প্রেসক্লাব’র সম্মেলন, সভাপতি তরুন ভট্টাচার্য, সম্পাদক এইচ এম প্রফুল্ল

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি প্রেসক্লা‘র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।  ২২নভেম্বর শুক্রবার বিকালে এ উপলক্ষে অফিসার্স ক্লাবের অডিটোরিয়ামে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য এর সভাপতিত্বে ও মোঃ নাজিম উদ্দিন এর সঞ্চালিত সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি ও যুগান্তর টিভি এর খাগড়াছড়ি প্রতিনিধি শাহরিয়ার ইউনুছ এবং জেলার ৮ উপজেলা প্রেসক্লাবের সভাপতিরা।

পরে দৈনিক ইত্তেফাক এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি তরুণ কুমার ভট্টাচার্য’কে সভাপতি, বাংলাভিশন এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল’কে সাধারণ সম্পাদক ও দৈনিক খবরের কাগজ এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি দিদারুল আলম রাজু’কে সাংগঠনিক সম্পাদক করে সকলের মতামতের ভিত্তিতে আগামী ২ বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এছাড়াও সহ-সভাপতি পদে মোঃ জহুরুল আলম ও মোঃ জসিম উদ্দিন মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সমীর মল্লিক, অর্থ সম্পাদক রিপন সরকার, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক ইসতিয়াক আহমেদ নিপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হৃদয় নূর, আবাসন বিষয়ক সম্পাদক চাইথোয়াই মারমা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ জাফর সবুজ, পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার ইউনুস, জয়ন্তী দেওয়ান, জুলহাস উদ্দিন, রফিকুল ইসলাম এবং ৮ উপজেলার প্রেসক্লাবের সভাপতিকে অন্তর্ভুক্ত করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এর নাম ঘোষণা করা হয়েছে।

সেই সাথে ১৬ সদস্য বিশিষ্ট সহযোগী সদস্যসহ মোট ৪১ সদস্য বিশিষ্ট সদস্যদের নাম ঘোষণা করা এবং ৮ সদস্য অপেক্ষমান নবগঠিত কমিটি’র নাম ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমটির সকলকে অভিনন্দন জানিয়েছে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ির বিভিন্ন সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।

এর আগে প্রথম অধিবেশনে খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জহুরুল আলম এর সভাপতিত্বে সকালের দিকে আলোচনা সভা, গুণী ও সিনিয়র সাংবাদিকদের সংবর্ধনা দেয়া হয়। সকালের অনুষ্ঠান উদ্বোধন করেন গুণী সাংবাদিক ও দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক এ. কে. এম মকসুদ আহমেদ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী খাগড়াছড়ি জেলা কমিটির আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন এর খাগড়াছড়ি জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, গুণী সাংবাদিক ও বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি ও গুণী সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙ্গামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার-আল-হক, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দিন মজুমদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ জাহিদ হাসান প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post