খাগড়াছড়ি বনজদ্রব্য ব্যবসায়ী লি: ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি বনজদ্রব্য ব্যবসায়ী লিঃ এর ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর শনিবার সদরের অরুণিমা কমিউনিটি সেন্টারে সমিতি’র সভাপতি বাবু অনিমেষ খীসা সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডর সাবেক সফল চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি- ওয়াদুদ ভূইয়া বলেন,ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালী দুর্নীতির মাধ্যমে লুটপাট করেছেন,সমিতি ও জনগণের কোনো উন্নয়ন করেনি। আগামীতে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে পূর্বের ন্যায় আবার উন্নয়ন করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক জনাব এম এন আবছার,জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জনাব জাকিয়া জিনাত বিথী, যুগ্ম সম্পাদক এড.মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা।