• July 27, 2024

খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। ২২ মে বুধবার (১৬ই রমজান) সন্ধ্যায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ মিলনায়তনে  “গোষ্ঠী,ধর্ম,বর্ণ নির্বিশেষে দেশগড়ি, সম্প্রীতির খাগড়াছড়ি” এ প্রতিপাদ্যে ইফতার পার্টির আয়োজন করা হয়।

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পবিত্রতা রমজান মাস থেকে শিক্ষা নিয়ে পার্বত্য চট্টগ্রামকে শান্তি-সম্প্রীতির নিবাস হিসেবে গড়ে তুলতে সকলকে আন্তরিক হতে হবে। সংযমের এ মাসে প্রতিহিংসা ভূলে সকল ধর্মের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক।

গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মুহাম্মদ সাজ্জাদ, গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো. আব্দুল হাই, এপিবিএন ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট মো. আওরংজেব মাহবুব, খাগড়াছড়ি সাবেক টাক্সফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার আহমার উজ্জামান, পৌর মেয়র রফিকুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post