• January 18, 2025

খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে ছয় ৬ শতাধিক শীতার্ত  পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।

পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন বিভিন্ন ধরণের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়ন  শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করার উদ্যোগ নিয়েছে।

কম্বল বিতরণ এ জিটুআই জাবের সোবাহান মিঞা সহ খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি এইচ এম প্রফুল্ল সহ জেলার বিভিন্ন মিডিয়ায়র গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর পক্ষ হতে শীতবস্ত্র উপহার পেয়ে সাধারণ জনগণ আনন্দিত হন এবং সেনাবাহিনীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post