• September 8, 2024

খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান

 খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠান ও অসহায় ব্যাক্তিকে সহায়তা প্রদান করা হয়েছে।  খাগড়াছড়ি সদর সেনা জোন একটি বেসরকারি স্কুল ঘর মেরামত, অসহায় ব্যক্তির ঘর সংস্কার এবং চিকিৎসার জন্য এ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

 ১৫জুন বৃহস্পতিবার খাগড়াছড়ি জোন সদরের বাগান বিলাসের অডিটোরিয়ামে এ আর্থিক অনুদান বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুুদান বিতরণ করেন জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত।

বিতরণকালে জোন কমান্ডার বলেন, পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের সেবা প্রদানের লক্ষ্যে খাগড়াছড়ি জোন নিয়মিত, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ধরনের মানবিক ও উন্নমূলক অনুদানমূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যহত রাখবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post