খাগড়াছড়ি ২৯৮ নং আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ প্রার্থী

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সমীর দত্ত চাকমা, তৃণমূল বিএনপি প্রার্থী উশ্যে প্রæ মারমা
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা। ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, জাতীয় পার্টির প্রার্থী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মিথিলা রোয়াজা, তৃণমূল বিএনপি প্রার্থী গুইমারা উপজেলার সাবেক চেয়ারম্যান উশ্যে প্রæ মারমা, জাকের পার্টির মো. হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মোস্তফা এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী মো. হাবিবুর রহমান।
গত বুধবার খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের নিকট প্রথম মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। দ্বিতীয় ধাপে ৩০ নভেম্বও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, খাগড়াছড়ি সংসদীয় আসনে প্রথম ধাপে বুধবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা মনোনয়নপত্র জমা করেছেন। বৃহস্পতিবার শেষ দিনে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মোট ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সমীর দত্ত চাকমা জানান, নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। তবে না পাওয়ায় এবং দলীয় প্রধানের ঘোষণা মেনেই স্বতন্ত্রভাবে নির্বাচনে যাচ্ছি। জনপ্রিয়তা যাচাইয়ের মাধ্যম নির্বাচন। জনগণ যাকে বেছে নিবেন তাকে জয়ী করবে।