খাগড়ছড়িতে প্রীতি রাণী ত্রিপুরা হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৩যুবক আটক
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা শহরে গৃহবধূ প্রীতি রাণী ত্রিপুরাকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৩যুবককে আটক করেছে পুলিশ। ২৯ সেপ্টেম্বর রোববার চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কলোনী পাড়ার বাহার মিয়ার ছেলে আসাদুল ইসলাম রাসেল (২২), সাঁওতাল পাড়ার তাঁরা মিয়ার ছেলে আল আমিন (১৯) এবং দমদম এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে কামাল হোসেন (২৩)।
রোববার রাতেই খাগড়াছড়ির জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ বিচারক রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আসাদুল ইসলাম রাসেলের ২দিন ও বাকী দুইজনের ১দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও খাগড়াছড়ি সদর থানার ওসি তদন্ত মো. গোলাম আফছার জানান, নিহত গৃহবধূ প্রীতি রাণী ত্রিপুরার মুঠোফোনের কথোপকথনের সূত্র ধরে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
গত ২৩ সেপ্টেম্বর সকালে খাগড়াছড়ি সদরের ৩নং মাইল এলাকার সড়কে পাশ থেকে পুলিশ গৃহবধূ প্রীতি রাণী ত্রিপুরার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, ১৬ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিল প্রীতি রাণী। এঘটনায় ২২ সেপ্টেম্বর সদর থানায় সাধারণ ডায়েরী করে স্বামী হরি শংকর ত্রিপুরা। নিহতের মরদেহ উদ্ধারের পর হরি শংকর ত্রিপুরা অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।