• May 22, 2024

খাগড়াছড়িতে‘বঙ্গবন্ধু বঙ্গমাতা’ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

স্টাফ রিপোর্টার: দেশ ব্যাপি অনুর্ধ্ব ১৭ বালক ও বালিকা নিয়ে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ খ্রি. খাগড়াছড়ি জেলার ফাইনাল খেলা ২৩ সেপ্টেম্বর বিকালে জেলা স্টিডিয়ামে অনুষ্টিত হয়েছে।

বিকাল ৩টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক দলে মানিকছড়ি উপজেলা একাদশ বনাম খাগড়াছড়ি পৌরসভা একাদশের খেলায় গোল শুন্য অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ হয়। বিরতি শেষে খেলা শুরু হলে খাগড়াছড়ি পৌরসভা একাদশের ফরোয়াড়ের এগিয়ে নেয়া একটি বল থেকে অনায়াসে মানিকছড়ি উপজেলা একাদশের জালে জড়াতে সক্ষম হয় পৌরসভার খেলোয়াড়রা। এতে ১-০ গোলে পৌরসভা এগিয়ে যায়। গোল পরিশোধে মানিকছড়ি অনেক চেষ্ঠা করেও সফলতা আনতে পারেনি। দ্বিতীয় খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব বালিকা দলে প্রতিদ্বন্দ্বিতা করেন মহাল ছড়ি উপজেলা একাদশ বনাম দীঘিনালা উপজেলা একাদশ। সেখানে দু’টি দলের মধ্যে চমৎকার খেলা শেষে ২-১ গোলে দীঘিনালা উপজেলা একাদশ মহালছড়ি উপজেলা একাদশকে হারিয়েছে।

পরে খেলা শেষে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্টিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সাংসদ ও উপজাতি শরনার্থী বিষয়ক ট্রাকফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দীনসহ প্রশাসন,ক্রীড়া সংস্থা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি বলেন, ক্রীড়াই শক্তি,ক্রীড়াই মুক্তি। খেলাধূলায় পারদর্শী জওয়ানরাই আগামীতে জনগণের সেবক হওয়ার স্বপ্ন দেখতে হবে। মাদক মুক্ত সমাজ গঠনে পড়ালেখার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই। পাহাড়ের অনিকা’রা আজ বিশ্ব দরবারে আমাদের মূখ উজ্জল করেছে। আমরা আশাবাদী তোমরাও একদিন দেশ ছেড়ে বিদেশে গিয়ে দেশের সুনাম অর্জন করতে সক্ষম হবে।

পরে উপস্থিত অতিথিরা খেলায় বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রপি তুল দেন। পুরস্কার গ্রহনকালে দলীয় অধিনায়ক টিম ম্যানাজাররা উপস্থিত ছিলেন। মানিকছড়ি উপজেলা একাদশের পুরস্কার গ্রহনকালে খেলোয়াড়দের সাথে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য সচিব ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন ও সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ফারুক।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post