• July 27, 2024

খাগড়াছড়িতে অটোরাইস মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 খাগড়াছড়িতে অটোরাইস মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি: সোনালী আঁশ খ্যাত পাট শিল্পকে বাঁচাতে সরকার ১৭টি পণ্যের মোড়কীকরণ ও সংরক্ষণে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। ‘সম্ভাবনাময় পাট শিল্পকে রক্ষা করতে সরকার আইন করেছে। সে আইন কার্যকর করতেই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।’

রবিবার বিকালে খাগড়াছড়ি জেলা শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন।’

এসময় পণ্যের মোড়কীকরণ ও সংরক্ষণে পাটজাত মোড়ক ব্যবহার না হওয়ায় ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর ১৪’ ধারায় যথাক্রমে মেসার্স আলম অটো রাইস মিল এর মালিক হাজী মোহাম্মদ শাহ আলমকে ২৫ হাজার টাকা এবং মেসার্স আলী অটো রাইস মিল এর মালিক মো” ইউসুফকে ২৫হাজার টাকা আর্থিক দন্ড প্রদান করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post