খাগড়াছড়িতে অবৈধ গাড়ি পার্কিং নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

Homeপাহাড়ের সংবাদখাগড়াছড়ি সংবাদ

খাগড়াছড়িতে অবৈধ গাড়ি পার্কিং নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সরকারি কলেজের আশেপাশের সড়কগুলোতে অবৈধভাবে গাড়ি পার্কিং ও যানবাহনের জটলা সরানোর দাবিতে  দূপুর ১২টায় কলেজের ছাত্র-ছাত্রীর

মানিকছড়িতে কারিতাসের সুবিধাভোগীর মাঝে প্রশিক্ষণ
খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক মানিকছড়িতে সংবর্ধিত
মানিকছড়িতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হতে যাচ্ছেন জয়নাল
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সরকারি কলেজের আশেপাশের সড়কগুলোতে অবৈধভাবে গাড়ি পার্কিং ও যানবাহনের জটলা সরানোর দাবিতে  দূপুর ১২টায় কলেজের ছাত্র-ছাত্রীরা  মানব  বন্ধন কর্মসূচি পালন করেন। কলেজের সামনে মানববন্ধন চলাকালে সড়কের দুই  পাশে  যানবাহন চলাচল বন্ধ  ছিল।
মানববন্ধন শেষে  ব্যানার  নিয়ে কলেজ থেকে শাপলা চত্বর হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে  জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামানের  কাছে এক স্মারক   লিপি   প্রদান করেন।  ছাত্র-ছাত্রীদের অভিযোগ সরকারি কলেজের গেইট ও খাগড়াছড়ি শহরে প্রবেশের   দুই পাশে দীর্ঘদিন ধরে  বিভিন্ন পরিবহনের  বাস  সহ যানবাহন দুইপাশে পার্কিং করে রাখা হয়। ফলে পথচারী ও শিক্ষার্থীদের  চলাচল  খুবই কষ্টদায়ক  হয়ে পড়ে।  অবৈধ পার্কিং বন্ধ করে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানান শিক্ষার্থীরা।