খাগড়াছড়িতে আওয়ামীলীগ’র উদ্যোগে শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী পালন করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ।
৫ আগস্ট বৃহস্পতিবার সকালে এই উপলক্ষে নারিকেল বাগান দলীয় কার্যালয়ে দোয়া,মিলাদ মাহফিল ও আলোচলা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী ।
পওে খাগড়াছড়ি পৌরসভা কার্যালয়ে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পৌর মেয়র মেয়র নির্মলেন্দু চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরী অপু, জেলা পরিষদের সদস্য আশুতোষ চাকমা, জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, উপজেলা চেয়ারম্যান শানে আলম, জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ও দপ্তর সম্পাদক চন্দন কুমার দে ।