খাগড়াছড়িতে আগুনে পুড়েছে ৫টি বসত ঘর, ক্ষতি ১০ লক্ষ টাকা
খাগড়াছড়ি প্রতিনিধি: জেলা সদর ভান্ডারী টিলানামক এলাকায় ২ নভেম্বর শনিবার সকাল ১০টায় বসবাসরত ৫টি ঘর পুড়েছে ক্ষতি ১০ লক্ষ টাকার। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।
প্রত্যক্ষর্দশীরা জানান স্থানীয় বদি আলমের ঘর হইতে আগুন লেগে আশেপাশে ছড়িয়ে পরে ৫টি ঘর পুড়েছেচাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রন এনে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো: দিদারুল আলম জানান বৈদ্যুুতিক সর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। এই ঘটনায় ৫টি ঘর পুড়ে ১০ লক্ষটাকার ক্ষতি হয়েছে বলে জানান।