• July 27, 2024

খাগড়াছড়িতে আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের খামারী প্রশিক্ষণ উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ৩ দিন ব্যাপী আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওয়াতায় খামারী প্রশিক্ষণ শুরু হয়েছে। ২০ মার্চ মঙ্গলবার খাগড়াছড়ি সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর এর উদোগে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন খাগড়াছড়ি জেলা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম। প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান আ’লীগ সরকার খামাড়ী মালিক, কৃষক-কৃষাণিদের গরু পালন করে যাহাতে ক্ষতি সাধনের থেকে রক্ষাপান সে জন্য এই প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়ছে। খামারীরা যাতে উপকৃত হয় এবং লাভবান হয় সে জন্য এ প্রশিক্ষণ।

এসময় বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আফসার, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রাজিব চক্রবতী। সদর উপজেলা ভাইবোছড়া ইউনিয়নের ২৫ জন খামাড়ী মালিক, কৃষক- কৃষাণি এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post