খাগড়াছড়িতে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট দিবস পালিত
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। ৮মে শনিবার খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও রেডক্রিসেন্টর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিসের কার্যক্রম শুরু হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান খাগড়াছড়ি জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সভাপতি মংসুই প্রæ চৌধুরী অপু ও খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান খাগড়াছড়ি জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মো: শানে আলম পতাকা উত্তোলন করেন। পরে অতিথিরা ভার্চুয়াল মিটিং এ অংশ গ্রহণ করেন।
খাগড়াছড়ি জেলা রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান এ্যাড, জসিম উদ্দিন মজুমদার, জেলা রেডক্রিসেন্ট’র ইউনিট কর্মকর্তা আব্দুল গনি মজুমদার, কার্যনির্বাহী কমিটির সদস্য ও খাগড়াছড়ি প্রেসক্লাব’র সভাপতি জীতেন বড়–য়া, দুলাল হোসেন, রোকেয়া বেগম, ধীমান খীসা ও যুব প্রধান শাহাজ উদ্দিন খন্দকারসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
এসময় মাস্ক বিতরণ করা হয়। কোভিড-১৯ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস’র কারণে কর্মসূচি সীমিত পরিসরে আয়োজন করা হয়। স্বাস্থ্যবিধি রক্ষায় বড় ধরনের সভা সমাবেশ থেকে বিরত রাখা হয়।
১৮২৮ সালের এই দিনে রেড ক্রস রেড ক্রিসেন্ট’র প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্ম গ্রহণ করেন। এই মহান ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য প্রতিবছর তাঁর জন্মদিনটিকে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে উদযাপন করা হয়। যে কোনো দুর্যোগ মুহুর্তে রেডক্রিসেন্ট’র স্বেচ্ছাসেবকেরা আর্ত্মমানবতার সেবায় অবিরাম কাজ করে যাচ্ছে। ১৯২টিরও বেশি দেশে এক যোগে এ দিবসপি পালিত হচ্ছে।