খাগড়াছড়িতে আ.লীগের প্রদীপ প্রজ্বলন ও নীরবতা পালন
খাগড়াছড়ি প্রতিনিধি: ২৫ মার্চ কালো রাতে অসংখ্য বাঙালিদের নিবিচারে হত্যা দিনটির স্মরণ করে ও শহীদদের আত্মাশান্তির কামনা করে প্রদীপ প্রজ্বলন ও এক মিনিট নিরবতা পালন করে।
শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যা ৮টায় খাগড়াছড়ি শহরের টাইনহল বঙ্গবন্ধু চেতনা মঞ্চে এ কর্মসূচি পালন করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন। এসময় এক মিনিট নিরাবতা পালন করেন উপস্থিত নেত্রীবৃন্দরা।
এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণমিত্র বয়া, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজীৎ রায় দাশ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদীকা শাহিনা আক্তার, খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক জেলা পরিষদের সদস্য নিগার সুলতানাহর দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।