খাগড়াছড়িতে ইউপিডিএফ’র ডাকে আধাবেলা সড়ক অবরোধ পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে খাগড়াছড়িতে রোববার আধাবেলা সড়ক অবরোধে পালন করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
রোববার সকাল থেকে জেলার প্রবেশদ্বার মানিকছড়ি উপজেলার কলেজিয়েট, জামতলা, হাতিমুড়া, লক্ষীছড়ি, রামগড়সহ বেশ কয়েকটি উপজেলায় সড়কে ট্রায়ার জ্বালিয়ে ও গাছ কেটে সড়ক অবরোধ করে ইউপিডিএফ সদস্যরা। তবে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের পার্বত্য চট্টগ্রাম সফর উপলক্ষে ও রাষ্ট্রীয় মদদপুষ্ট বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে শুক্রবার খাগড়াছড়ি জেলা সদরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে থেকে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।