• July 24, 2024

খাগড়াছড়িতে ইউপিডিএফ‘র দুই চাঁদাবাজ আটক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা সদরের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ে চাঁদা আদায় কালে ইউনাইট্রেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিপিএফ)‘র দুই চাঁদাবাজকে আটক করা হযেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে প্রতিষ্টানটির অফিস কক্ষ থেকে এদের আটক করা হয়। আটককৃতরা হলো খাগড়াছড়ি সদরের ১নং গড়গুজ্জাছড়ি এলাকার ধীরেন্দ্র চাকমা‘র ছেলে সাগর চাকমা (২০) ও খাগড়াছড়ি সদরের ঘুগড়াছড়ি এলাকার মংসা মারমা‘র ছেলে পাইসানু মারমা (২১)।

জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে খাগড়াছড়ি সদর জোনের ১৪ ই বেংগলের ওয়ারেন্ট অফিসার মোঃ নওয়াব হোসেন এর নেতৃত্বে একটি সি টাইপ টহল গমন করে দুই চাঁদাবাজকে হাতে নাতে আটক করে। এসময় তাদের কাছে চাঁদা আদায়ের ১টি  রশাদ বই, নগদ টাকা ৩৬৪২ টাকা, ৩টি মোবাইল, ১টি মোটরসাইকেল, সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি মূলক লিফলেট পাওয়া যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত চাঁদাবাজরা ১৪ইবি জোন সদরে রয়েছে বলে জানা গেছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post