• June 18, 2024

খাগড়াছড়িতে এক দফা দাবিতে বিএনপির বিশাল পদযাত্রা

 খাগড়াছড়িতে এক দফা দাবিতে বিএনপির বিশাল পদযাত্রা

খাগড়াছড়ি প্রতিনিধি: সরকার পতনের এক দফা দাবিতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে খাগড়াছড়িতে বিএনপির বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রা চলাকালে খাগড়াছড়ি মূল সড়কে দু’পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।

১৯ আগস্ট শনিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আদালত সড়কে সমাবেশ করে।

সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এক দফা দাবি আদায়ের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ঘরে ফেরার অঙ্গীকার করে বলেন, নিশিরাতের সরকার দেশে-বিদেশে বন্ধুহীন হয়ে পড়েছে। এ সরকারের মেয়াদ ফুরিয়ে এসেছে। সরকার এখন পলানোর পথ খুঁজছে। এ সময় আদালত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচিকে ঘিরে শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, মংসুইথোয়াই চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, উপজাতীয় বিষয়ক সম্পাদক অটল চাকমা, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম রাসেল, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাগর নোমান ও সদস্য সচিব হৃদয় নূর প্রমুখ।

এর আগে দলীয় কার্যালয়ের সামনে পদযাত্রা শুরুর পূর্বে জেলা-উপজেলার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বক্তারা এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post