• July 27, 2024

খাগড়াছড়িতে করোনায় একজনের মৃত্যু, সংক্রমণ বাড়ছে

 খাগড়াছড়িতে করোনায় একজনের মৃত্যু, সংক্রমণ বাড়ছে

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে করোনায় আক্রান্ত হয়ে় ১ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির দীঘিনালা উপজেলার হাসেনসনপুর এলাকার মৃত আঃ আজিজ এর স্ত্রী সুর্যবানু বিবি (৮৫)। ৬ জুলাই মঙ্গরবার সকাল ৮টার দিকে সে জেলা সদর হাসপাতালে মারা যায়। ২ জুলাই খাগড়াছডি় জেলা সদর হাসপাতালে জ্বর, গলাব্যাথা, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়। ৩জুলাই তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা যায়। মৃত্যু ব্যক্তির লাশ ১টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে মঙ্গলবার দুপুরে প্রাপ্ত ফলাফলের ৩৩ জনের নমুনায় মিলেছে করোনা পজেটিভ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১হাজার ৩শ ৩৩জনে। মোট নমুনা পরীক্ষা ৮হাজার ৩৮৪ এর মধ্যে পজিটিভ ১হাজার ৩৬৬ জন। খাগড়াছড়ি জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ।

চলতি মাসে মাত্র ৬দিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮০জন। শনাক্ত ২০৬ জন। সনাক্তের হার ৩৫.৫১%। মোট পরীক্ষা ৮হাজার ৪৭৬জন, শনাক্ত ১হাজার ৩৬৬ জন। সনাক্তের হার ১৬.১১%। বর্তমানে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩৬জন। তার মধ্য পজিটিভ রোগীর সংখ্যা ২০জন, সন্দেহজনক রোগীর সংখ্যা ১৬জন।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বলেন, জেলায় গত ২৪ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ১জনের মৃত্যু হয়েছে। র‌্যাপিড এবং আরটি-পিসিআর টেস্টে ৯২জনের নমুনায় ৩০জনের পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মাসে ৩৫দশমিক ৮৭শতাংশে দাড়িঁয়েছে করোনা শনাক্তের হার।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post