খাগড়াছড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

খাগড়াছড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বর্তমান

পানছড়িতে ইপসা শো প্রকল্পের পুরুস্কার বিতরণ ও সম্মাননা
মানিকছড়িতে সপ্তাহব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণের উদ্বোধন
রামগড় জোনে বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
খাগড়াছড়ি প্রতিনিধি: ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদেরকে পাহাড়ি বাঙালি ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
১৮ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরের স্বাধীনতা মঞ্চ এলাকায় আয়োজিত কৃষক সমাবেশে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, সরকারের নির্দেশে দেশের দরিদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনাসহ সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। কৃষকদের মাধ্যমেই দেশের মানুষের খাদ্যের যোগান নিশ্চিত হয়ে থাকে, তাই কৃষকরা আমাদের জাতির গুরুত্বপূর্ণ অংশ।’ এসময় তিনি কৃষক- কৃষানীদের তামাক চাষের বিকল্প চাষের প্রতি প্রাধন্য দিতে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী ‘এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না।’
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দীঘিনালার আয়োজনে সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম। এতে উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্যদেন খাগড়াছড়ি জেলা কৃষি অধিদপ্তরের উপ- পরিচালক কিশোর কুমার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠানে আগত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান শেষে ৬ শতাধিক কৃষকদের মাঝে সার, বীজ সহ নানা উপকরণ বিতরণ করেন। এরআগে দীঘিনালা রেস্ট হাউস ও উপজেলা মাল্টিপারপাস কমিউনিটি সেন্টার উদ্বোধন সহ উপজেলা পরিষদ এলাকায় শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।