• February 19, 2025

খাগড়াছড়িতে কোভিড-১৯এর টিকাদান কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার: সারা দেশের মত খাগড়াছড়িতেও নানা আয়োজনে শুরু হয়েছে কোভিড-১৯এর টিকাদান কর্মসূচি। এরই অংশ হিসেবে সকালে খাগড়াছড়ি জেলা সদর ও জেলার ৯টি উপজেলায় এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এছাড়াও গুইমারা রিজিয়নে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এসময় তিনি বলেন, প্রাণঘাতি করোনা মহামারি মোকাবেলায় সরকারের দৃপ্ত পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে আজ থেকে সেনা সদস্যেদের মাঝে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে সকল সেনা সদস্যদের টিকা গ্রহন নিশ্চত করা হবে।

এদিকে লক্ষ্মীছড়ি উপজেলায় করোনা টিকা কর্মসূচির উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন। লক্ষ্মীছড়িতে প্রথম টিকা গ্রহণ করেন ডা. কাজি সাইফুল ইসলাম।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post