• September 14, 2024

খাগড়াছড়িতে ক্রিকেট উৎসব

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে অনুর্ধ্ব ১২ ক্রিকেটারদের নিয়ে দিনব্যাপী ক্রিকেট উৎসব চলছে। খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুক্রবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থা’র নেতৃবৃন্দ ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। নিয়মিত অনুশীলন ও শৃঙ্খলার মধ্যে থেকে চর্চা চালিয়ে গেলে একদিন পাহাড়ের ক্রিকেটাররা জাতীয় অঙ্গনে দ্রুতি ছড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

দিনব্যাপী ক্রিকেট উৎসবে জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ৪ টি দলে ভাগ করে খেলা পরিচালনা করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post