• September 14, 2024

খাগড়াছড়িতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খাগড়াছড়ি মিল্লাত চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

২০ মার্চ মঙ্গলবার খাগড়াছড়ি মিল্লাত চত্বরে বিক্ষোভ এ সমাবেশ করেখাগড়াছড়ি জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ সরকারের বিরুদ্ধে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারাঅন্তরীন দীর্ঘায়িত করতে দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার, গুম ও খুনের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন। অভিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, আবু ইউসুফ চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, কংচারী মারমা, অনিমেষ দেওয়ান নন্দিত, মংসুথোয়াই চৌধুরী, বেলাল হোসেন, মোসলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার, খনি রঞ্জন ত্রিপুরা ও মহিলা দলের সাধারণ সম্পাদিকা কোহেলি দেওয়ানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post