Homeস্লাইড নিউজশিরোনাম

খাগড়াছড়িতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খাগড়াছড়ি মিল্লাত চত্বরে বিক্

পানছড়ি ইউপি চেয়ারম্যান’র উপর হামলার প্রতিবাদে মানিকছড়িতে প্রতিবাদ মিছিল
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রামগড়ে সংবাদ সম্মেলন
মানিকছড়িতে যায়যায়দিনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খাগড়াছড়ি মিল্লাত চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

২০ মার্চ মঙ্গলবার খাগড়াছড়ি মিল্লাত চত্বরে বিক্ষোভ এ সমাবেশ করেখাগড়াছড়ি জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ সরকারের বিরুদ্ধে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারাঅন্তরীন দীর্ঘায়িত করতে দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার, গুম ও খুনের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন। অভিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, আবু ইউসুফ চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, কংচারী মারমা, অনিমেষ দেওয়ান নন্দিত, মংসুথোয়াই চৌধুরী, বেলাল হোসেন, মোসলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার, খনি রঞ্জন ত্রিপুরা ও মহিলা দলের সাধারণ সম্পাদিকা কোহেলি দেওয়ানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।