খাগড়াছড়িতে গাজাসহ ২ মাদক ব্যবসায়ি আটক

খাগড়াছড়ি প্রতিনিধি:  খাগড়াছড়িতে দুই কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। আজ সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. হাফিজ উ

মানিকছড়িতে স্মার্ট ভূমি সেবা বাস্তবায়নে ভূমি সপ্তাহ উদ্বোধন
খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
খাগড়াছড়িতে নব নিযুক্ত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে সংবর্ধনা

খাগড়াছড়ি প্রতিনিধি:  খাগড়াছড়িতে দুই কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। আজ সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. হাফিজ উদ্দীন (৫০), পিতা-আব্দুর রশিদ ও মো. নেয়াজুর রহমান ওরফে জিয়া(৪৫), পিতা- মৃত দুলাল মিয়া। আটককৃত দুই জনই জেলার দীঘিনালা উপজেলার বড় মেরুং এলাকার বাসিন্দা। আটকৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গাজা নিয়ে দীঘিনালায় যাওয়ার পথে ধর্মঘর এলাকা থেকে ঐ দুই ব্যাক্তিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পলিথিনের প্যাকেট মোড়ানো দুই কেজি গাজা উদ্ধার করে পুলিশ। আটকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সাহাদাত হোসেন টিটো, আটকের বিষয়ে নিশ্চিত করে জানান, জেলা শহরে মাদক বিরোধী অভিযানকে জোরদার করা হয়েছে। ইতিমধ্যে থানায় তিনটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এ অভিযানের আলোকে আজ তাদের আটক করা হয়েছে। এছাড়া, শহরকে মাদক মুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।