খাগড়াছড়িতে গাজাসহ ২ মাদক ব্যবসায়ি আটক

খাগড়াছড়ি প্রতিনিধি:  খাগড়াছড়িতে দুই কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। আজ সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. হাফিজ উ

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণের লক্ষ্য নিয়ে রামগড়ে উন্মুক্ত বৈঠক
মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী সামছুল হক বিজয়ী, কর্মী সমর্থকদের আনন্দ উল্লাস
সেনাবাহিনীর টহলের উপর সন্ত্রাসীদের গুলি, পাল্টা গুলিতে ৩ জন সন্ত্রাসী নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি:  খাগড়াছড়িতে দুই কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। আজ সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. হাফিজ উদ্দীন (৫০), পিতা-আব্দুর রশিদ ও মো. নেয়াজুর রহমান ওরফে জিয়া(৪৫), পিতা- মৃত দুলাল মিয়া। আটককৃত দুই জনই জেলার দীঘিনালা উপজেলার বড় মেরুং এলাকার বাসিন্দা। আটকৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গাজা নিয়ে দীঘিনালায় যাওয়ার পথে ধর্মঘর এলাকা থেকে ঐ দুই ব্যাক্তিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পলিথিনের প্যাকেট মোড়ানো দুই কেজি গাজা উদ্ধার করে পুলিশ। আটকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সাহাদাত হোসেন টিটো, আটকের বিষয়ে নিশ্চিত করে জানান, জেলা শহরে মাদক বিরোধী অভিযানকে জোরদার করা হয়েছে। ইতিমধ্যে থানায় তিনটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এ অভিযানের আলোকে আজ তাদের আটক করা হয়েছে। এছাড়া, শহরকে মাদক মুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।