খাগড়াছড়িতে চালকের উপর হামলা করে অটোরিক্সা ছিনতাই
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সন্ত্রাসী কর্তৃক চালককে মারধর করে অটোরিক্সা ছিনতাই করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় আলুটিলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, খাগড়াছড়ি সদর উপজেলার শালবন এলাকার অটোরিক্সা চালক মোঃ আমির খান (২২) সকালে অটোরিক্সা নিয়ে বেরিয়ে যায় এবং দুপুরে সে বাসায় না গিয়ে শহরের বাসস্ট্যান্ড হোটেলে খাবার খায়।
বিকেলে যাত্রী নিয়ে বাসস্ট্যান্ড হতে আলুটিলা পূনর্বাসন এলাকায় গেলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে কয়েকজন উপজাতি অটো চালকের ওপর হামলা করে তাকে গুরুতর আহত করে তার অটোরিক্সাটি ছিনিয়ে নেয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায় এবং বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
আহত আমির খান ময়মনসিংহ জেলার কেন্দুয়া উপজেলার কুইশা এলাকার মোঃ সিদ্দিক ভূইয়ার পুত্র এবং শালবন এলাকার চাচার বাড়িতে থেকে অটোরিক্সা চালায়। এ বিষয়ে সদর থানার ওসি আঃ রশিদ বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।