স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের এক কর্মচারীর মোটরসাইকেল ছিনতাই হওয়ার ঘটনায় সংঘবদ্ধ চক্রের দুই জনকে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃত ব্
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের এক কর্মচারীর মোটরসাইকেল ছিনতাই হওয়ার ঘটনায় সংঘবদ্ধ চক্রের দুই জনকে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলো, পৌর শহরের আব্দুল জব্বারের ছেলে শাহাদাত হোসেন সাধু (২৫) ও নুরুল ইসলামের ছেলে মো: রুবেল।
৪অক্টোবর রবিবার রাত ১১ টার দিকে খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের গাড়ি চালক জেলা শহরের পেরাছার ধর্মপুরের রুবেল চাকমা মোটরসাইকেল চালিয়ে অফিসে যাচ্ছিল। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুই ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে তার গতিরোধ করে ও জোর করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
খাগড়াছড়ি সদর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ চক্রের ২জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।