• July 27, 2024

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে খাগড়াছড়িতে নানা কর্মসূচি

স্টাফ রিপোর্টার: ‘বই পড়ি স্বদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। দিবসটি পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার সকালে জেলা সরকারি গণগ্রন্থাগার-এর সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বর্পূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুন:রায় গ্রন্থাগারে এসে শেষ করা হয়। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

পার্বত্য জেলা পরিষদের সদস্য রেম্রাচাই চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল, ক্ষুদ্র নৃ-গোষ্টীর সাংস্কৃতিক ইনিস্টিটিউটের পরিচালক সুসময় চাকমা, রোমেল চাকমা প্রমুখ। বক্তারা সবাইকে বই পড়তে উৎসাহিত করার উপর গুরুত্বারোপ করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post