• May 22, 2024

খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

খাগড়াছড়ি প্রতিনিধি: “জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য আয়াজনে খাগড়াছড়ি জেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ২২ অক্টোবর মঙ্গলবার সকালে খাগড়াছড়ি পৌর টাউনহল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহম্মদ ফয়সল, পৌর মেয়র রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ বক্তব্য রাখেন। এতে স্থানীয় পরিবহন মালিক এবং চালক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post