• July 27, 2024

খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন

খাগড়াছড়ি প্রতিনিধি: ”নিরাপদ খাদ্যে ভরব দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়ে খাগড়াছড়ি জেলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা  (রাজস্ব ) কাজী মোহাম্মদ চাহেল তস্তরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় নিরাপদ খাদ্য উৎপান, বিপনন, বাজারজাতকরণসহ বিভিন্ন বিষয় তুলে ধরে ভোক্তাদের সচেতনার উপর গুরুত্বারোপ করা হয়। একই সাথে ভেজালবিরোধী অভিযান জোরদার করার দাবী জানানো হয় ভোক্তাদেও পক্ষ থেকে। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, খাদ্য ব্যবসায়ী , গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post