খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন

খাগড়াছড়ি প্রতিনিধি: ”নিরাপদ খাদ্যে ভরব দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়ে খাগড়াছড়ি জেলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়েছে।

আঞ্চলিকদলের দ্বন্দ্বে খাগড়াছড়িতে ৫টি হাট-বাজর বন্ধ
মহালছড়ি ও দীঘিনালায় নির্বাচনী সহিংসতায় নৌকার প্রার্থীসহ আহত ১৮জন
মানিকছড়িতে কৃষি প্রশিক্ষণ মাঠ দিবস ও বিনা ধান কাটা উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি: ”নিরাপদ খাদ্যে ভরব দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়ে খাগড়াছড়ি জেলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা  (রাজস্ব ) কাজী মোহাম্মদ চাহেল তস্তরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় নিরাপদ খাদ্য উৎপান, বিপনন, বাজারজাতকরণসহ বিভিন্ন বিষয় তুলে ধরে ভোক্তাদের সচেতনার উপর গুরুত্বারোপ করা হয়। একই সাথে ভেজালবিরোধী অভিযান জোরদার করার দাবী জানানো হয় ভোক্তাদেও পক্ষ থেকে। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, খাদ্য ব্যবসায়ী , গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।