• February 19, 2025

খাগড়াছড়িতে জাতীয় পাট দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি: সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় পাট দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক আয়োজনে পরিষদ প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হযে বিভিন্ন সড়ক ঘুরে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনায় মিলিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শিক্ষানুরাগী খগেশ্বর ত্রিপুরা।

খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়ার সঞ্চালনায় ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হিসাবরক্ষন কর্মকর্তা মো: বদিউল আলম এর সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি হটিকালচার সেন্টারের উপ-পরিচালক কিশোর কুমার মুৎসুদ্দী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি তুলা উন্নয়ন বোর্ডের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোজ্জাফর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, পাট অধিদপ্তরের পরিদর্শক পার্থ সারথী মুৎসুদ্দী।

এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের অফিস সহকারী সুইলা মারমা. মো: আবুল কালাম প্রমূখ। পাট দিবসে র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেয় খাগড়াছড়ি স্থানীয় এনজিও সংস্থা তৃনমূল উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন স্তরের ব্যাক্তিগন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post