খাগড়াছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে খাগড়াছড়িতে শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে টাউন হল থেকে একটি র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়।
“প্রাথমিক শিক্ষার দীপ্তি-উন্নত জীবনের ভিত্তি” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খগেশ্বর ত্রিপুরা‘র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আ‘লীগের সভাপতি ও শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কো-অর্ডিনেটর রিন্টু চাকমা পরিচালিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবুল হাশেম, খাগড়ছড়ি ডিএসবি পুলিশ এর এএসপি মোঃ শাহ নেওয়াজ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন প্রমূখ।