• June 22, 2024

খাগড়াছড়িতে জাতীয় বীমা দিবস পালিত

 খাগড়াছড়িতে জাতীয় বীমা দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি: “বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এ শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় বীমা দিবস ২০২২ পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় এ উপলক্ষে র‌্যালি, বীমা বিষয়ক আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খাগড়াছড়ি টাউন হল হতে একটি র‌্যালি বের হয়ে জেলা শহরের শাপলাচত্বর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আবু সাঈদ, উপস্থিত প্রধান অতিথি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের মাধ্যমে সম্মমেলন কক্ষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ এর গ্রাহকদের মাঝে মেয়াদপূর্তীর ২০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ এর জোনাল ম্যানেজার ইসমাইল হোসেন সবুজ,জোনাল ম্যানেজার মোঃ সেলিস উদ্দিন,সহকারী জোনাল ম্যানেজার সুদত্ত রঞ্জন ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা কর্মকর্তা মোঃ আবদুর রহিম হৃদয়,ডিপুটি ম্যানেজার মুমিনুল ইসলামসহ প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post