খাগড়াছড়িতে জাতীয় ভোটাধিকার দিবস পালন
স্টাফ রিপোর্টার: মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও জাতীয় ভোটাধিকার দিবস-২০২২ পালিত হয়েছে। ২মার্চ বুধবার জেলা নির্বাচন অফসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুধীন কুমার চাকমা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম, জেলা মৎস কর্মকর্তা, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নিগার সুলতানা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ত্রিনা চাকমা, এ্যাড. জসিম উদ্দীন মজুমদার প্রমুখ। এছাড়াও খাগড়াছড়ি সদর ইউনিয়নের নবনির্বাচীত ইউনিয়ন চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, ভাইবোনছড়া ইউনিয়নের চেয়ারম্যান সুজন চাকমা, পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে গণতন্ত্র নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিন্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এক বছর ভোটার দিবস পালনের পরে এই তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়।