খাগড়াছড়িতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে জাতীয় সমাজসেবা দিবস/২০১৮ পালিত হয়েছে। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্দ্যোগে মঙ্গলবার (২রা জানুয়ারী) সকালে পৌর টাউন হল থেকে শ

গুইমারাতে প্রত্যন্তাঞ্চলের স্কুলগুলোতে মিড-ডে মিল কার্যক্রম উদ্বোধন
খাগড়াছড়ি কৃষি বিভাগ কর্তৃক বাগান চাষীদের কৃষি উপকরণ বিতরণ
মহালছড়িতে আওয়ামীলীগ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে জাতীয় সমাজসেবা দিবস/২০১৮ পালিত হয়েছে। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্দ্যোগে মঙ্গলবার (২রা জানুয়ারী) সকালে পৌর টাউন হল থেকে শান্তির পায়রা উড়িয়ে শোভা যাত্রা অনুষ্টিত হয়।

এ উপলক্ষে একটি র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর টাউন হলে শেষ হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা‘র সভাপিতত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুল ইসলাম এর স্বাগত বক্তব্যের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার এস এম সালাউদ্দিন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরু নবী চৌধুরী।