• June 24, 2024

খাগড়াছড়ি জেলা পুলিশ ও পুনাক’র যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

 খাগড়াছড়ি জেলা পুলিশ ও পুনাক’র যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ(পুনাক)’র যৌথ উদ্যোগে জেলা’র অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১১ডিসেম্বর রবিবার বিকাল সাড়ে ৪টায় জেলা পুলিশ লাইনে এ শীতবস্ত বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার নাইমুল হক ও পুনাক’র সভানেত্রী রেহানা ফেরদৌসী।

এ দিন শতাধিক অসহায়,অস্বচ্ছল ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণকালে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ’র সভানেত্রী রেহানা ফেরদৌসী বলেন, খাগড়াছড়ি পুনাক আত্মমানবতার সেবায় সবসময় কাজ করে যাচ্ছে। বিশেষ বিশেষ দিনগুলোতে খাগড়াছড়ি পুনাক অসহায়দের মাঝে বিভিন্ন ধরনের আত্ম-মানবতা সেবামূলক কাজ করে থাকে। আমাদের এই কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় আরও অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, পুনাক’র সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post