খাগড়াছড়িতে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
খাগড়াছড়ি প্রতিনিধি :- খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ফুটবল
টুর্ণামেন্টের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে
জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার মো: শহিদুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ
করেন। এসময় পুলিশ সুপার আহমার উজ্জামান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র
রফিকুল আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা
উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম বলেন, খাগড়াছড়ির ক্রীড়াঙ্গন
গতিশীল রাখতে ধারাবাহিক ভাবে ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য খেলাধূলার
আয়োজন করা হচ্ছে। আগামী ১৯ ফেব্রুয়ারী খাগড়াছড়ি স্টেডিয়ামে
পর্দা উঠতে যাওয়া টূর্ণামেন্টে জেলার ১৪টি দল অংশগ্রহণ করছে।