• May 24, 2024

খাগড়াছড়িতে জেলা প্রশাসকের কার্যলয় ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করলো পিবিসিপি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস কর্তৃক সাম্প্রতিক সময়ে বাঙ্গালীদের স্থায়ী বাসিন্দা সনদ না দেওয়া ও ভূমি রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি, বাঙ্গালী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় ভর্তি ও চাকুরী ক্ষেত্রে যোগদান করতে জটিলতার কারণে বাঙ্গালী ভূমি ক্রেতাদের হয়রানি করা এবং বৈষম্যমূলক আচরনে পার্বত্য অঞ্চলে অস্থির পরিবেশ সৃষ্টি করার ষড়যন্ত্রের প্রতিবাদে গত ২৭শে অক্টোবর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ

(পিবিসিপি)‘র আয়োজনে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে স্থায়ী বাসিন্দা সনদ ও ভূমি রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় জটিলতা নিরসনে বেঁধে দেওয়া সময়ের মধ্যে জেলা প্রশাসক কর্তৃক আলোচনা সাপেক্ষে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সকল দাবী মেনে নেওয়ার প্রেক্ষিতে পূর্বঘোষিত আগামী ৩১ অক্টোবর খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচী প্রত্যাহার করে নেওয়া হয়েছে। খাগড়াছড়ি জেলা পিবিসিপি‘র সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন কায়েশ কতৃক সংবাদ মাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি মূলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

২৯ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় পিবিসিপি‘র কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও ইঞ্জি. আব্দুল মজিদের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাবিব উল্ল্যাহ মারুফসহ জেলা প্রশাসক (রাজস্ব)‘র সাথে বৈঠক শেষে সংগঠনটির খাগড়াছড়িস্থ অস্থায়ী কার্যালয়ে জেলা কমিটির সভাপতি মোঃ আসাদুল্লাহ আসাদের সভাপতিত্বে জরুরী সভায় ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post