খাগড়াছড়িতে জোন কাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
স্টাফ রিপোর্টার: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে খাগড়াছড়িতে উদ্বোধন হয়েছে দীর্ঘ প্রতিক্ষিত জোন কাপ ফুটবল টুর্নামেন্ট’১৮। ১ মার্চ বিকাল ৩টায় ৪ই বেংগল খাগড়াছড়ি সদর জোন এর আয়োজনে এই টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
খাগড়াছড়ি স্টেডিয়ামে খাগড়াছড়ি সদর জোনের জোন অধিনায়ক লে. কর্নেল জি.এম সোহাগ পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চমুনি চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
জানাযায়, এই টুর্নামেন্টে নবীন স্মৃতি সংসদ, ঠাকুরছড়া জাগরণ ক্লাব, ভাইবোনছড়া যুব সংঘ ক্লাব, আনসার ভিডিপি ক্লাব, ফুরুং নিসাল ক্লাব ও নব জাগরণ ক্লাবসহ সর্বমোট ৬টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় ফুরুং নিসাল ২-০ গোলে আনসার ভিডিপি ক্লাবকে পরাজিত করে শুভ সূচনা করে। আগামী ৮মার্চ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।