• September 20, 2024

খাগড়াছড়িতে তাঁতীলীগের কর্মী সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বাংলাদেশ তাঁতীলীগের জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩রা মার্চ) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে জেলা তাঁতীলীগের সভাপতি সূয্যলেখা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ফজলুল হক রিপন।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন তাঁতীলীগের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক মোঃ মমতাজ উদ্দিন ভুইয়া, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম, জেলা তাঁতীলীগের যুগ্ন সম্পাদক কিরন জ্যাতি চাকমা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ প্রমুখ। এসময় অনুষ্ঠানে জেলা তাঁতীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কেচিংমং মাষ্টারের সঞ্চালনায় বক্তব্যে রাখেন তাঁতীলীগের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক মোঃ মমতাজ উদ্দিন ভুইয়া, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম, জেলা তাঁতীলীগের যুগ্ন সম্পাদক কিরন জ্যাতি চাকমাসহ তাঁতীলীগের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

বক্তারা বিগত সময়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা উল্লেখ করে দেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তাঁতীলীগকে বাংলাদেশ আওয়ামীলীগের সাথে সম্বন্বয় করে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।এসময় জেলা তাঁতীলীগ নেতৃবৃন্দও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী নির্বাচনে সহায়ক ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে খাগড়াছড়ি জেলা তাঁতীলীগের সভাপতি সূয্যলেখা চাকমার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post