খাগড়াছড়িতে তিন ফুটবল কন্যাকে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার: সুসজ্জিত ছাদ খোলা গাড়িতে মোটরসাইকেল শোভাযাত্রায় খাগড়াছড়িতে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলো সাফ চ্যাম্পিয়ন তিন ফুটবলার আনাই, আনুচিং, মনিকা ও কোচ তৃষ্ণা চাকমা। ৩০ সেপ্টেম্বর শুক্রবার খাগড়াছড়ি পৌঁছালে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে তাদের ফুলেল শুভেচ্ছা জানান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা ও ক্রীড়া সংস্থা পরিবারের সদস্যরা। ব্যান্ড দলের বাদ্যের তালে তালে ফুটবল তারকারা হাত নেড়ে পথচারীদের ভালোবাসার জবাব দেন।
পরে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সম্মাননা স্মারক প্রদান করা হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি প্রতাপ চন্দ্র বিশ্বাস ৪ লাখ টাকা পুরস্কারের চেক হস্তান্তরর করেন।
গত ১৯ সেপ্টেম্বর কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে লাল-সবুজের দল চ্যাম্পিয়ন হয়। এ সাফল্যে খাগড়াছড়ির তিন ফুটবল কন্যা এবং কোচকে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি প্রাপ চন্দ্র বিশ্বাস ৪ লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছিলেন। মনিকা চাকমার নিজ উপজেলা লক্ষ্মীছড়িতেও চলছে বরণের প্রস্তুতি। আগামী রোববার উপজেলার মুক্তমঞ্চে এই ফুটবল তারকা মনিকা চাকমাকে গণসংবর্ধনা দেয়ার কথা রয়েছে।