• December 1, 2024

সিমেন্ট বোঝাই ট্রাকসহ খাগড়াছড়িতে ধ্বসে গেলো বেইলি ব্রিজ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির কৃষি গবেষণা এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ধ্বসে পড়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ব্রিজটি ধ্বসে যাওয়ায় খাগড়াছড়ির সাথে দীঘিনালা ও রাঙামটির সাজেক, বাঘাইছড়ি ও লংগদু’র সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ব্রিজের দু’পাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন। বাজারের দিন হওয়ায় শত শত যাত্রী সীমাহীন দূর্ভোগের শিকার হচ্ছে।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, অতিরিক্ত সিমেন্ট বোঝাই ট্রাক ব্রিজের উপর উঠে পড়লে বেইলি ব্রিজটি ধ্বসে পড়ে। ট্রাক থেকে সিমেন্ট আনলোড করে ধ্বসে পড়া ব্রিজটি মেরামতের প্রস্তুতি চলছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post