• December 5, 2024

খাগড়াছড়িতে নতুন করে আরো ১১জনসহ জেলায় মোট করোনায় আক্রান্ত ২৯১জন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন আরো ১১জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯১জনে। তবে তার মধ্যে পুলিশ সদস্য ১১৮জন ও স্বাস্থ্য কর্মী ১৭জন।

আক্রান্তের তালিকায় আছে আনসার সদস্য ও সাধারণ মানুষ। এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৯১জন। এছাড়া করোনায় মৃত্যুবরণ করেছেন ১জন। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডঃ নুপুর কান্তি দাশ।

তিনি আরো জানান, খাগড়াছড়িতে নতুন করে ১১জন শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২৯১জন। তিনি আরো বলেন, এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২হাজার ২’শ ৭০জনের। এর মধ্যে রিপোর্ট এসেছে ২হাজার ২’শ ২২জনের। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post